আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: অনেক মসজিদের মেহরাবে ও দেয়ালে কুরআন—হাদীস ও কালিমা ইত্যাদি লিখা থাকে। এ ব্যাপারে শরয়ী হুকুম কী? উত্তর: মেহরাব এবং সামনের দেয়ালে কুরআনের আয়াত, হাদীস ও কালিমা ইত্যাদি লিখা মাকরূহ। প্রমাণ: ফাতাওয়া আলমগীরী: ৫/৩৬৯, কিতাবুল কারাহিয়্যাত, الباب الخامس فى أداب...