আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: কবরের সম্মানার্থে ফুল ইত্যাদি দিয়ে কবর সাজানো জায়িয আছে কি না? উত্তর: না, জায়িয নেই। এধরণের কাজ বিদ‘আত। তাই তা বর্জনীয়। প্রমাণ: ফাতাওয়া শামী— ২/২৩৭—২৩৮, কিতাবুস সলাত, সাঈদ কোম্পানী। باب الجنائز: قوله: ولا يجصص للنهي عنه ولا يطين، ولا يرفع عليه بناء....