আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: উযু ছাড়া কুরআন শরীফের আয়াত লেখা জায়িয আছে কি না? উত্তর: যে কাগজে কুরআন মাজীদের আয়াত লেখা হবে, সেই কাগজে হাত না লাগিয়ে লেখা জায়িয আছে। তবে লেখার ক্ষেত্রে এমনটি সর্বদা সম্ভব হয় না। তাই উযু করেই কুরআন শরীফের আয়াত লিখবে। বিনা উযুতে লিখবে না। প্রমাণ:...