আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
প্রশ্ন: জনৈক ব্যক্তি আযান ও ইকামতে যখন اشهد ان محمدا رسول الله শোনেন, তখন নিয়মিত صلي الله عليه وسلم বলে হাতে চুমু খান। তার এ ধরণের আমল শরী‘আত সম্মত কি না? বিস্তারিত জানালে উপকৃত হবো। উত্তর: যদি কেউ শরী‘আতে নেই এমন কোনো কাজ নিজের পক্ষ থেকে সাওয়াবের উদ্দেশ্যে...