আল মারকাজুল ইসলামী দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শীতার্ত অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তাদের এই উদ্যোগ শীতের কষ্টে থাকা মানুষের মাঝে স্বস্তি এনে দিচ্ছে এবং মানবতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করছে।
আজীবন একই ঘরে বসবাস করা নিজ আত্মীয় স্বজন যখন করোনা ভয়ে গা ঢাকা দিচ্ছে ঠিক তখনই আসমানি ফেরেশতা রূপে আবির্ভূত হয়েছে আল- মারকাজুল ইসলামী।করোনা আক্রান্ত মৃতের কাফন-দাফনের জন্য এগিয়ে এলেন Al-Markazul Islami Bangladesh এর কিছু অকুতোভয় লড়াকু সৈনিক। নিজ জীবনের মায়া ত্যাগ করে...