আল মারকাজুল ইসলামী: উষ্ণতার স্পর্শে শীতার্তদের পাশে
শীত আমাদের জন্য আরামদায়ক হতে পারে, কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের জন্য এটি এক নির্মম বাস্তবতা। শীতের হাড়কাঁপানো ঠাণ্ডায় যখন তারা পর্যাপ্ত কাপড়ের অভাবে কষ্টে দিন কাটান, তখন তাদের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতার পরিচায়ক।
আল মারকাজুল ইসলামী এই শীত মৌসুমে দেশের বিভিন্ন গ্রাম, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। প্রতিটি বিতরণ কার্যক্রমে কম্বল, সোয়েটার, মোজা, ও অন্যান্য প্রয়োজনীয় শীতবস্ত্র সরবরাহ করা হচ্ছে। বিশেষত বয়স্ক ব্যক্তি, শিশু এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
একজন সুবিধাভোগীর কণ্ঠে উঠে এসেছে সেই মানবিক আহ্বান:
“অনেকদিন পর এমন উষ্ণ একটা কম্বল পেলাম। এই শীতে এটা আমাদের জন্য আশীর্বাদ। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।”
এই উদ্যোগ শুধুমাত্র শীতবস্ত্র বিতরণ নয়, বরং শীতার্ত মানুষের হৃদয়ে এক নতুন আশার আলো জ্বালাচ্ছে। প্রতিটি অনুদান একটি অসহায় পরিবারকে ঠাণ্ডার প্রকোপ থেকে রক্ষা করছে।
আসুন, আমরা একসঙ্গে এই মহৎ উদ্যোগে শামিল হই। আপনার সহায়তাও একটি শীতার্ত মানুষকে উষ্ণতার চাদরে ঢেকে দিতে পারে। আল মারকাজুল ইসলামী মানবতার এই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করে।
আপনার দান—একটি হাসিমুখ, একটি উষ্ণ শীতের সকাল।
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)