প্রশ্ন: পত্রিকার যে পৃষ্ঠায় কুরআনের আয়াত আছে, সে পৃষ্ঠা উযু ছাড়া ধরা যাবে কি না?
উত্তর: সরাসরি আয়াত এবং আয়াতের তরজমার উপর স্পর্শ করা যাবে না। এছাড়া আশ—পাশ অন্যত্র স্পর্শ করা যাবে।
উল্লেখ্য. দৈনিক পত্রিকায় কুরআনের আয়াত ছাপানো জায়িয নেই।
প্রমাণ: ফাতাওয়া শামী: ১/১৭৩, কিতাবুত তাহারাত, সুনানুল গুস্ল, সাঈদ কোম্পানী।
و يحرم به أي بالأكبر وبالأصغر مس مصحف: أي ما فيه آية كدرهم وجدار،
وفى الدر المحتار: قوله:” أي ما فيه آية إلخ” أي المراد مطلق ما كتب فيه قرآن مجازا، من إطلاق اسم الكل على الجزء، أو من باب الإطلاق والتقييد. قال ح: لكن لا يحرم في غير المصحف إلا بالمكتوب: أي موضع الكتابة.
আরও দেখুন: ফাতাওয়া আলমগীরী: ১/৩৯ যাকারিয়া; বাদায়িউস সানায়ি’: ১/১৪৯ দারু ইহইয়াইত তুরাছ; আল—বাহরুর রায়িক: ১/২০১ সাঈদ কোম্পানী; খুলাসাতুল ফাতাওয়া: ১/৩২০ রশীদিয়া।