চল্লিশ দিন পর্যন্ত শরীরে অবাঞ্চিত লোম পরিস্কার না করার বিধান

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: যদি কোনো ব্যক্তি চল্লিশদিন পর্যন্ত অবাঞ্চিত লোম পরিস্কার না করে, তাহলে তার নামায সহীহ হবে কি না?

উত্তর: বর্ণিত কাজটি তার নামাজ সহীহ হতে প্রতিবন্ধক হবে না। তবে চল্লিশদিনের ভিতরে দেহের অবাঞ্চিত  পশম অবশ্যই পরিষ্কার করা চাই। এর ব্যতিক্রম করা মাকরূহে তাহরীমী ও মারাত্মক গুনাহ।

প্রমাণ: ফাতাওয়া শামী: ৬/৪০৬, কিতাবুল হায্রি ওয়াল ইবাহাত, সাঈদ কোম্পানী।

فصل فى البيع: … و يستحب حلق عانته وتنظيف بدنه بالاغتسال في كل أسبوع مرة والأفضل يوم الجمعة وجازفي كل خمسة عشرة وكره تركه وراء الأربعين مجتبى.

وفى رد المحتار: قوله” وكره تركه” أي تحريما لقول المجتبى ولا عذر فيما وراء الأربعين ويستحق الوعيد اهـ

আরও দেখুন: ফাতাওয়া দারুল উলূম দেওবন্দ: ৪/৪৯ যাকারিয়া; ফাতাওয়া আলমগীরী: ৫/৩৫৭ যাকারিয়া; মাজমাউল আনহুর: ২/৫৫৬ দারু ইহইয়াইত তুরাছ, বৈরুত; বদরুল মুনতাকা: ২/৫৫৬ দারু ইহইয়াইত তুরাছ, বৈরুত।