কোনো কাফিরকে ‘লা‘নাতুল্লাহি আলাইহি’ বলার বিধান

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: কোনো কাফিরকে লা‘নাতুল্লাহি আলাইহি বলা যাবে কি না?

উত্তর: নির্দিষ্ট করে কোনো অমুসলিম ব্যক্তিকে লানত করা জায়িয নেই। তবে কাফির, জালিম সম্প্রদায়ের প্রতি অনির্দিষ্টভাবে লানত করা জায়িয আছে।

প্রমাণ: আল—জামি‘উ লি—আহকামিল কুরআন: ২/১৮৮, দারু ইহইয়াইত তুরাছ।

قال ابن العربي: قال لي كثير من اشياخي ان الكافر المعين لا يجوز لعنه لأن حاله عن الموافات لا تعلم … قلت: اما لعن الكفار جملة من غير تعيين فلا خلاف فى ذلك.

আরও দেখুন: আহকামুল কুরআন লিল জাস্সাস: ১/১৪৩ কাদীমী কুতুবখানা; তাফসীরে ইবনে কাসীর: ১/১৯০—১৯১ দারুল হাদীস; সুনানে কুবরা লিল বায়হাকী: ৬/৯৯ নশরুস সুন্নাহ, মুলতান।