জীবিতদের নামে ইসালে সাওয়াব করার হুকুম

by | Oct 1, 2024 | Fatwa Bank | 0 comments

       প্রশ্ন: জীবিতদের নামে ঈসালে সাওয়াব করা যায় কি না?

       উত্তর: হ্যাঁ, জীবিতদের নামে ঈসালে সাওয়াব করা যায়।

       প্রমাণ: ফাতাওয়া শামী: ২/৫৯৫, কিতাবুল হজ্জ, সাঈদ কোম্পানী।

باب الحج عن الغير: الأصل أن كل من أتى بعبادة ما، له جعل ثوابها لغيره وإن نواها عند الفعل لنفسه لظاهر الأدلة.

وفي رد المحتار: قوله: ” لغيره” أي من الأحياء والأموات بحر عن البدائع.

আরও দেখুন: ফাতহুল কাদীর: ৩/৬৫ রশীদিয়া; আল—বাহরুর রায়িক: ৪/১০৬ যাকারিয়া; ফাতাওয়া তাতারখানিয়া: ২/৫৪৪ ইদারাতুল কুরআন; মাজমাঊল ফাতাওয়া: ৪/৩৪৮ সাঈদ কোম্পানী।