নবী-রাসূল নাম রাখা এবং নাম বিকৃত করে ডাকার হুকুম

by | Sep 24, 2024 | Fatwa Bank, ইসলামিক জ্ঞান সম্ভার | 0 comments

            প্রশ্ন: আমাদের এলাকার এক ব্যক্তির নাম, নবী হুসাইন। কাগজপত্রে তার এই নাম থাকলেও এলাকার সাধারণ মানুষ তাকে ‘নৈব্ব্যা’ বলে ডাকে। এমতাবস্থায় কারো এমন নাম রাখা ও নাম বিকৃত করে ডাকার হুকুম কী?

            উত্তর: নবী-রাসূল শব্দদ্বয় মহান আল্লাহ তা‘আলার পক্ষ থেকে মানবজাতির হিদায়াতের উদ্দেশ্যে প্রেরিত বান্দাগণের বিশেষ উপাধি। তাই তাদেরকে ছাড়া অন্য কাউকে নবী-রাসূল বলে ডাকা বা নামকরণ করা জায়িয নেই। এমনিভাবে কাউকে অসম্মান ও তুচ্ছ-তাচ্ছিল্য করার উদ্দেশ্যে তার নাম বিকৃত করে ডাকাও জায়িয নেই। অধিকন্তু মহান আল্লাহর নামের সাথে যুক্ত করে, বা কোনো নবীর নামে কারো নাম রাখা হলে তা বিকৃত করে ডাকা আরো মারাত্মক বিষয়। তাই এসব থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরী।

            প্রমাণ: কিতাবুল ফাতাওয়া:  ৬/১৩৭-১৩৮, মাকতাবায়ে নাঈমিয়াহ।

اگر کسی کے نام کا جزء اللہ  یا اس کے رسول کا نام ہو،  تو اسے اس طرح پکار نا درست نہیں، جسے عبد الشکور کو شکو، عبد الحنان  کو حنو    وغیرہ ، کیونکہ اس میں قابل احترام  نام بگڑ جاتے ہیں، اور بے احترام کا  شائبہ پیدا ہوتا ہے……بلکہ کسی انسان کی تحقیر جائز نہیں؛

আরও দেখুন: ফাতাওয়া শামী: ৯/৬৮৯ আশরাফিয়া; ফাতাওয়া হিন্দিয়া: ৫/৪১৮ যাকারিয়া।