আল্লাহ ব্যতীত অন্য কারো ‘নাম’ অযীফা হিসেবে পড়ার হুকুম

by | Aug 31, 2024 | Fatwa Bank, Fiqh | 0 comments

প্রশ্ন: অনেককে দেখা যায়, বিভিন্ন মুসীবত থেকে মুক্তি লাভের আশায় يا شيخ عبد القادر جيلانى شيئ لله   এই অযীফা পড়ে দু‘আ করে থাকেন। জানার বিষয় হলো, উক্ত অযীফা পড়া শরী‘আত সম্মত কি না?

উত্তর: আল্লাহর নাম ব্যতীত অপর কারো ‘নাম’ অযীফা হিসেবে পাঠ করা সম্পূর্ণরূপে নাজায়িয, হারাম ও শিরক। তাই বর্ণিত অযীফা শরী‘আত সম্মত নয়।

প্রমাণ: ফাতাওয়ায়ে মাহমূদিয়া: ১/৩৬০,

فتاوی محمودیہ میں ہیں: وظیفہ  “یا شیخ عبد القادر جیلانی  شیئا للہ ” پڑھنا  اور یہ عقیدہ  رکھنا کہ حضرت شیخ عبد القادر جیلانی   ہر جگہ حاضر وناظر عالم الغیب وغیرہ  وغیرہ  ہیں شرعا کسی طرح  جائز نہیں، ایسا عقیدہ حرام بلکہ شرک ہے کیونکہ یہ  صفات خداوند تعالی کے ساتھ خاص ہیں ۔ ১:৩২০، اشرفی بکڈپو۔

আরও দেখুন: সূরা আহকাফ: ৫; তিরমিযী শরীফ: ২/৭৮ মাকতাবাতুল আশরাফিয়া; রূহুল মা‘আনী: ৬/৪২১, সূরা মায়েদা: ২৫, দারুল হাদীস ।