আজীবন একই ঘরে বসবাস করা নিজ আত্মীয় স্বজন যখন করোনা ভয়ে গা ঢাকা দিচ্ছে ঠিক তখনই আসমানি ফেরেশতা রূপে আবির্ভূত হয়েছে আল- মারকাজুল ইসলামী।
করোনা আক্রান্ত মৃতের কাফন-দাফনের জন্য এগিয়ে এলেন Al-Markazul Islami Bangladesh এর কিছু অকুতোভয় লড়াকু সৈনিক। নিজ জীবনের মায়া ত্যাগ করে তারা করোনা মৃতের পরিচ্ছন্ন, কাফন, জানাযা, দাফন ইত্যাদির মতো কাজগুলোর আঞ্জাম দিয়ে আসছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বা সন্দেহে মৃত ব্যক্তিদের দাফন করা হচ্ছে রাজধানী খিলগাঁও তালতলা কবরস্থানে। করোনা সংক্রমণের ভয়ে যেখানে নিজ স্বজনরাই মরদেহ থেকে দূরে থাকছেন সেখানে তাদের দাফনের কাজটি করছে আল মারকাজুল ইসলামীর একদল স্বেচ্ছাসেবী।
এই কাজ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের থেকে অনুপ্রেরণা পেয়ে সিলেটে একটি সংগঠন গড়ে উঠেছে যার নাম ‘ইগাছা’। এটি সিলেটের জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল র মাদ্রাসার ছাত্রদের দ্বারা পরিচালিত। তারা এরকম দাফন-কাফন কাজের জন্য প্রস্তুত। জেলা প্রশাসকের কাছে যোগাযোগ করেছে, তারা বলেছে যে কোন সময় ডেকে নেবে। কিন্তু একদম নতুন সংগঠন হওয়ায় পিপি মাস্ক ইত্যাদির সরঞ্জামাদি এর ব্যাপারে অনেকটা আঁধারে, তাছাড়া আর্থিক দিক দিয়ে একেবারে খালি। আপনাদের সহযোগিতা ও পরামর্শ কামনা করি।
আই মিন আমরা কীভাবে এগুবো
jazakallah
যাজাকাল্লাহ!
আল্লাহতায়ালা মানব সেবায় নিয়োজিত ভাইদের জান্নাতের উঁচু মাকাম দান করুন
amin