হায়িয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে গেলে হজ্জ সহীহ হবে কি—না?

by | Jul 25, 2024 | Fatwa Bank, Haj & Umrah | 0 comments

ফাতওয়া নং: ৪১৯৫

প্রশ্ন: জনৈক মহিলা হজ্জের টাকা—পয়সা জমা দিয়ে সব কিছু ঠিকঠাক করার পর হিসাব করে দেখেন, হজ্জের মূল সময়ে অভ্যাস অনুযায়ী তার হাইয থাকবে। তাই ডাক্তারের সাথে পরামর্শ করে হাইয বন্ধের ওষুধ সেবন করে হজ্জে যান এবং হজ্জ করেন। তার এই হজ্জটি সহীহ হয়েছে কিনা?

উত্তর: বর্ণিত অবস্থায় হজ্জ সহীহ হয়েছে।

প্রমাণ: জাদীদ ফিকহি মাসায়েল:

حج کے ایام میں تمام افعال  حج کو معمول اور اپنے مقررہ اوقات پر      انجام دینے کیلئے  اگر  خواتین ایسی ادویہ  استعمال کرے جو وقتی طور پر حیض کے خون کو  روک دیں تو کو‎‎‌‎ئی قباحت نہیں   تاکہ افعال حج کو مقررہ وقت کے اندر ادا کر سکے۔ جدید فقہی مسائل: ১/২৪৩. مطبوعہ: کتب خانہ نعیمیہ دیوبند۔ 

আরও দেখুন: ফাতাওয়া রহীমিয়া: ৮:১৩৬ যাকারিয়া।