হাজীগণ কোমরে বেল্ট বাঁধতে পারবেন কি—না?

by | Aug 11, 2024 | Fatwa Bank, Haj & Umrah | 0 comments

ফাতওয়া নং: ৪১৯৯

জিজ্ঞাসা: হাজী সাহেবগণ ইহরাম অবস্থায় টাকা হিফাজত বা অন্য কোন উদ্দেশ্যে কোমরে বেল্ট বাঁধতে পারবেন কিনা?

সামাধান: হ্যঁা, টাকা হিফাজতের জন্য হাজী সাহেবগণ ইহরাম অবস্থায় কোমরে টাকার থলি কিংবা বেল্ট বাঁধতে পারবেন।

প্রমাণ: বাদায়িউস সানায়ি’:

 ولا بأس بالهميان والمنطقة للمحرم سواء كان في الهميان نفقة غيره … ان شد الهميان لمكان الضرورة وهي استيثاق النفقة… وعن بن عباس رضي الله عنهما قال رخص رسول الله صلى الله عليه وسلم في الهميان يشد المحرم في وسطه اذا كانت فيه نفقته وعليه جماعة من التابعين: ২:৪০৮—৪০৯: كتاب الحج: فصل واما بيان ما يحظره الاحرام وما لا يحضره. مطبوبة: تهانوي.

আরও দেখুন: ফাতাওয়া শামী:৩:৫৭৩আশরাফিয়া; ফাতাওয়া আলমগীরী: ১:২৮৮ যাকারিয়া; ফাতহুল কাদির: ২:৪৫২—৪৫৩আশরাফিয়া; তাবয়ীনুল হাকায়িক: ২:২৬২—২৬৩যাকারিয়া; আল—বাহরুর রায়িক: ২:৫৬৯ থানভী।