ফাতওয়া নং: ৪১৮৭
জিজ্ঞাসা: হজ্জ ফরয হওয়ার পর আদায় করার আগেই যদি কোন ব্যক্তি গরীব হয়ে যায়, তাহলে তার উপর হজ্জের ফরয বহাল থাকবে কিনা?
সামাধান: হ্যাঁ, এক্ষেত্রে তার উপর হজ্জের ফরয বহাল থাকবে। পরবতীর্তে সামর্থ হওয়ার সাথে সাথে হজ্জ করে নিবে। অন্যথায় খালিস দিলে তাওবা করবে।
প্রমাণ: ফাতাওয়া শামী :
والظاهر انه لو كان حبسه لمنعه حقا قادرا علي ادائه لا يسقط عنه وجوب الاداء.৩:৫২৪: كتاب الحج: مطبوعة: سعيد كمبني‘ باكستان.
আরও দেখুন: ফাতাওয়া আলমগীরী: ১:২৮০ যাকারিয়া; ফাতহুল কাদীর: ২:৪১৫ আশরাফিয়া; আল—বাহরুর রায়িক: ২:৫৫০ থানভী; ফাতাওয়া রহীমিয়া: ৮:৪২ যাকারিয়া।