শুধু মহিলাগণ দলবদ্ধ হয়ে হজ্জে যেতে পারবেন কি—না?

by | Jul 25, 2024 | Fatwa Bank, Haj & Umrah | 0 comments

ফাতওয়া নং: ৪১৯৩

জিজ্ঞাসা:শুধু মহিলারা কাফেলা বদ্ধ হয়ে হজ্জে যেতে পারবে কিনা?

সামাধান: না, মাহরাম ছাড়া মহিলারা হজ্জে যেতে পারবেনা। চাই মহিলা একজন হোক বা দলবদ্ধ হোক।

প্রমাণ: হিদায়া : ১:২৩৩।

ويعتبرون في المرأة ان يكون لها محرم تحج به او زوج ولا يجوز لها ان تحج بغيرهما اذا كان بينهما وبين مكة ثلاثة ايام … لانها بدون المحرم يخاف عليها الفتناة وتزداد بانضمام غيرها اليها‘ ১:২৩৩: كتاب الحج‘ مطبوعة: مكتبة التهانوي ديوبند.

আরও দেখুন: সহীহ মুসলিম: ১:৪৩৪মাকতাবাতুস সা‘দ; সুনানে আবি দাউদ: ১:২৪১ সাঈদ কোম্পানী; ফাতাওয়া আলমগীরী: ১:২৮২ যাকারিয়া; ফাতাওয়া শামী: ২:৪৬৪ সাঈদ কোম্পানী; ৩:৫৩১—৫৩২ আশরাফিয়া; আল—বাহরুর রায়িক: ২:৫৫১থানভী।