ফাতওয়া নং—৫৮৬২
প্রশ্ন: যদি মৃত্যু বার্ষিকী নামে ঈসালে সাওয়াবের আয়োজন করা হয়, তাহলে মৃত ব্যক্তি সাওয়াব পাবে কি না?
উত্তর: সমাজে প্রচলিত বিশেষ বিশেষ নির্দিষ্ট দিনগুলোতে মৃত্যু বার্ষিকী নামে হোক কিংবা নাম ছাড়া হোক ঈসালে সাওয়াবের আয়োজন করা শরী‘আত পরিপন্থী তথা বিদআত। আর এ জাতীয় শরীআত পরিপন্থী ও বিদআতী কাজ দ্বারা স্বয়ং কর্তা ব্যক্তিগণই সাওয়াবের অধিকারী হয় না। কাজেই তারা কিভাবে মৃত ব্যক্তির নামে সাওয়াব পৌঁছাবে। সুতরাং ঈসালে সাওয়াবের জন্য মৃত্যু বার্ষিকী বা অন্য কোনো দিবস পালন ব্যতীত সুবিধা মতো যে কোনো দিনে সম্পূর্ণ শরী‘আত সম্মত পদ্ধতিতে ঈসালে সাওয়াব করা আবশ্যক।
প্রমাণ: ফাতাওয়া রশীদিয়া: ১/২৩৫
فتاوی رشیدیہ میں ہیں: ثواب میت کو پہچانا بلا قید تارخ وغیرہ اگر ہو تو عین ثواب ہے اور جب تخصیصات اور التزامات مروجہ ہو تو نادرست اور باعث مواخذہ ہو جانا ہے۔ ১:২৩৫: کتاب البدعات: مکتبہ فقیہ الامت، دیوبند۔
আরও দেখুন: ফাতাওয়া শামী: ২/২৪০ সাঈদ কোম্পানী; ৩/১৭৫-১৭৬ আশরাফিয়া; হাশিয়াতুত তাহতাভী আলা মারাকিল ফালাহ: ৩৩৯ মীর মুহাম্মদ কুতুবখানা; আল-লাজনাতুদ দাইমা: ৯/১৪৪ মাকতাবা শামেলা।