ফাতওয়া নং: ৪১৮৯
জিজ্ঞাসা: আমরা জানি, মাহরাম ছাড়া কোন মহিলার জন্য হজ্জ করা নিষেধ। এমতাবস্থায় স্বামী নেই এবং সাথে হজ্জে যাওয়ার মতো কোন মাহরামও নেই এমন এক মহিলা একাকী কিংবা গাইরে মাহরাম কোন পুরুষের সাথে হজ্জ আদায় করেছে। তার এ হজ্জ আদায় হয়েছে কিনা? সঠিকসমাধান জানিয়ে বাধিত করবেন।
সামাধান:হ্যাঁ, বর্ণিত অবস্থায় তার হজ্জ আদায় হয়ে গেছে। তবে মাহরাম ছাড়া হজ্জ আদায় করার দরুণ সে গুনাহগার হয়েছে।
প্রমাণ: ফাতাওয়া শামী :
ولو حجت بلا محرم جاز مع الكراهة. وفي رد المحتارتحت قوله مع الكراهة: اي التحريمة للنهي في حديث الصحيحين لا تسافر امرأة ثلاثا الا ومعها محرم. زاد مسلم في رواية او زوج. ৩:৫৩৩—৫৩৪كتاب الحجسعيد كمابني باكستان.
আরও দেখুন, আল—ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু: ৩:২৭হাক্কানিয়া; ফাতাওয়া আলমগীরী: ১:২৮২ যাকারিয়া; আল—বাহরুর রায়িক: ২:৫৫১থানভী; তাবয়ীনুল হাকায়িক: ২:২৩৯ যাকারিয়া।