মাজারে পশু জবাই করা এবং তার গোশত খাওয়ার হুকুম

by | Aug 31, 2024 | Fatwa Bank, Fiqh | 0 comments

প্রশ্ন: লোকেরা অনেক পীর সাহেবের মাজারে উট, গরু, ছাগল ইত্যাদি নিয়ে যায়। তবে কী উদ্দেশ্যে নিয়ে যায় তা সঠিকভাবে বলা কঠিন। কিন্তু তাদের অবস্থা থেকে অনুমান করা যায় যে, তারা এটির দ্বারা স্বীয় পীর সাহেবের নৈকট্য অর্জন করতে চান। এমতাবস্থায় যদি এসব পশু আল্লাহর নামে জবাই করা হয়, তাহলে তা খাওয়া হালাল হবে কি না?

উত্তর: এক্ষেত্রে শরীআতের বিধান হলো, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে জবাই করা যেমন হারাম, তেমনি আল্লাহ ব্যতীত অন্য কারো নৈকট্য লাভের উদ্দেশ্যে উৎসর্গ করা উট, গরু, ছাগল ইত্যাদি প্রাণী যদিও আল্লাহর নামে জবাই করা হয়, তবুও তা হারাম ও শিরকের অন্তর্ভূক্ত। সুতরাং পীরের নৈকট্য লাভের উদ্দেশ্যে নিয়ে যাওয়া উট, গরু, ছাগল ইত্যাদি প্রাণী যদিও আল্লাহর নামে জবাই করা হয়, তবুও তা খাওয়া  হারাম।

প্রমাণ: : ফাতাওয়া শামী—৯:৫১৫—৫১৬

فى رد المحتار على الدر المختار:(ذبح لقدوم الأمير) ونحوه كواحد من العظماء ( يحرم ) لأنه أهل به لغير الله ( ولو ) وصلية ( ذكر اسم الله تعالى ) ( ولو ) ذبح ( للضيف ) ( لا ) يحرم لأنه سنة الخليل وإكرام الضيف إكرام الله تعالى .والفارق أنه إن قدمها ليأكل منها كان الذبح لله والمنفعة للضيف أو للوليمة أو للربح ، وإن لم يقدمها ليأكل منها بل يدفعها لغيره كان لتعظيم كتاب الذبائح ، المكتبة الاشرفية ، ৯:৫১৫،৫১৬: غير الله فتحرم

আরও দেখুন: ফাতাওয়া শামী: ৯/৫১৫—৫১৬ আশরাফিয়া; হাশিয়াতুত তাহতাবী আলাদ দুর: ৪/১৫৮-১৫৯ রশীদিয়া; আহসানুল ফাতাওয়া: ১/৪৯-৫০ থানভী; ফাতাওয়া হাক্কানিয়া: ১/১৮৩ জামিয়া দারুল উলূম হাক্কানিয়া; কিফায়াতুল মুফতী: ১/১৫১ দারুল ইশা‘আত।