‘ফাতেহায়ে ইয়াজদহম’ মর্ম ও তার শরয়ী বিধান

by | Aug 31, 2024 | Fatwa Bank, ইসলামিক জ্ঞান সম্ভার | 0 comments

প্রশ্ন: ‘ফাতেহায়ে ইয়াজদহম’—এর অর্থ কী? আমাদের এলাকায় কিছু সংখ্যক লোক ‘ফাতেহায়ে ইয়াজদহম’ নামে এক ধরণের অনুষ্ঠান করে থাকে। ইসলামী শরী‘আতে এ ধরণের অনুষ্ঠানের কোনো ভিত্তি আছে কি না?

উত্তর: ‘ফাতেহায়ে ইয়াজদহম’ দ্বারা রবিউস সানী মাসের ১১ তারিখে বড়পীর আব্দুল কাদের জিলানী রহ. এর মৃত্যু বার্ষিকী মনে করে ফাতেহা পাঠের মাধ্যমে ঈসালে সাওয়াব এবং শোক পালনের প্রথাকে বুঝানো হয়। ইসলামী শরী‘আতে এ অনুষ্ঠানের কোনো ভিত্তি নেই। যারা তা করছে, তারা বিদ‘আতের ন্যায় মারাত্মক গর্হিত কাজে লিপ্ত।

প্রমাণ: কিতাবুন নাওয়াযেল: ১০/৬৪৬

کتاب النوازل میں ہیں: گیارہوئیں ‎شریف کی رسم کی  ‎شریعت میں کوئی  اصل نہیں، یہ کھلی ہوئی بدعت ہے ۔১০: ৬৪৬: نوز اور  نیاز، المرکز العلمی۔

আরও দেখুন: আবু দাউদ: ২/৬৩৫ আশরাফিয়া; আল—বাহরুর রায়িক: ২/৫২০; হাশিয়াতুত্ তাহতাভী আলাদ্দুররিল মুখতার: ১/৪৭১; ফাতাওয়া কাসেমিয়া: ২/৫০২।