তাজিয়া মিছিল বের করা ও তাতে অংশগ্রহণ করার বিধান

by | Aug 31, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: বর্তমানে এক শ্রেণীর লোক ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করে। একে তারা বরকত ও সাওয়াবের কাজ মনে করে। ইসলামী শরী‘আতে এ ধরণের তাজিয়া মিছিল বের করার সুযোগ আছে কি না?

উত্তর: ১০ শে মুহাররম তাজিয়া মিছিল বের করা শি‘আ সম্প্রদায়ের মনগড়া আবিস্কৃত একটি ভিত্তিহীন কাজ। ইসলামী শরী‘আত মুতাবিক এ ধরণের মিছিল বের করা এবং তাতে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই।

প্রমাণ: খুলাসাতুল ফাতাওয়া: ৪/৩৪৪

فی حاشیۃ  خلاصۃ الفتاوی: تعزیہ داری در عشرہ   محرم یا غیر آں وساختن ضرائح وصورۃ  قبور وعلم تیار کردن  وغیر ذلک ایں ہمہ امور بدعت است، نہ در  قرن اول بود ، نہ  در قرن ثانی   نہ در  قرن  ثالث  ۔ ৪:৩৪৪: مکتبہ رشیدیہ۔

আরও দেখুন: আবু দাউদ শরীফ: ২/৬৩৫ আশরাফিয়া; ফাতাওয়া মাহমূদিয়া: ২/৪৩ আশরাফিয়া; ফাতাওয়া রাহীমিয়া: ২/৩৪৩ মাকতাবা রাহীমিয়া।