টাকা—পয়সা না থাকাবস্থায় অন্যান্য আসবাব—পত্রের দরুণ হজ্জ ফরজ হবে কি—না?

by | Jul 14, 2024 | Fatwa Bank, Haj & Umrah | 0 comments


ফাতওয়া নং: ৪১৮৫
জিজ্ঞাসা: জনৈকা মহিলার উপস্থিত হজ্জের খরচ বহনের মতো অতিরিক্ত সম্পদ নেই। কিন্তু অনেক পোষাক পরিচ্ছেদ এবং অলংকার রয়েছে, যা বিক্রি করলে হজ্জের খরচ বহনে কোন সমস্যা হবে না। এমতাবস্থায় উক্ত মহিলার উপর হজ্জ ফরয কিনা? জানাবেন।
সামাধান: প্রশ্নের বর্ণনা অনুযায়ী উক্ত মহিলার অলংকারাদী ও অতিরিক্ত পোষাকাদী বিক্রির পর যদি তার এবং তার একজন মাহরাম সফরসঙ্গীর হজ্জের খরচ নিবার্হ হয়, তাহলে তার উপর হজ্জ করা ফরয।অন্যথায় ফরয নয়।
প্রমাণ:‘ফাতাওয়াশামী:
فرض مرة علي الفور علي مسلم حر مكلف صحيح بصير ذي زاد و راحلة: ৩:৫১৭—৫২৪: كتاب الحج.
وفي رد المحتار: فمتي فضل نصاب تلزمه وصاحب الثياب الاربعة لو يساوي الرابع نصابا غنِي وثلاثة فلا لان احدها للبذلة والاخر للمهنة والثالث للجمع وللوفد والاعياد ولمرأة موسرة بالمعجل لو الزوج مليا والمؤجل لا:৯:৫২০: كتاب الاَضحية: مطبوعة سعيد كمبني‘ باكستان.
আরও দেখুন: ফাতহুল কাদীর: ২:৪২৫আশরাফিয়া; আল—বাহরুর রায়িক: ২:৫৪৬ থানভী।