প্রশ্ন: প্রসিদ্ধ আছে যে, মোচ ভেজানো পানি পান করা জায়িয নেই। কথাটি কতটুকু শরী‘আত সম্মত? সঠিক সমাধান জানাবেন।
উত্তর: মোচ ভেজানো পানি পান করা জায়িয আছে। তবে এমনটি না করাই ভালো।
প্রমাণ: আত—তা‘লীকুস সবীহ: ১/২০২, কিতাবুত তাহারত, মাকতাবা ফখরিয়্যাত, দেওবন্দ।
باب السواك : ومن طالت شواربه تعلق الطعام والشراب بها واجتمع فيها الأوساخ وهو من سنة المجوس.