কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় আযান শুরু হলে তিলাওয়াতকারীর করণীয়

by | Sep 14, 2024 | Fatwa Bank | 0 comments

প্রশ্ন: কুরআন শরীফ তিলাওয়াত করাবস্থায় আযানের আওয়াজ শুনা গেলে তিলাওয়াত বন্ধ করে আযানের উত্তর দিবে নাকি তিলাওয়াত অব্যাহত রাখবে?

উত্তর: মুস্তাহাব হলো, তিলাওয়াতে বিরতি দিয়ে আযানের উত্তর দেওয়া।

প্রমাণ: ফাতাওয়া শামী: 1/399, বাবুল আযান, সাঈদ কোম্পানী।

لا يرد السلام ولا يسلم ولا يقرأ بل يقطعها ويجيب، ولا يشتغل بغير الإجابة. وفى رد المحتار: قوله: “لا يرد السلام” وفي التحفة: وينبغي للسامع أن لا يتكلم ولا يشتغل بشيء في حالة الأذان والإقامة ولا يرد السلام أيضا؛ لأن الكل يخل بالنظم. اهـ..

আরও দেখুন: বাদায়িউস সানায়ি’: ১/১৫৫ সাঈদ কোম্পানী; ফাতাওয়া আলমগীরী: ১/৫৭ যাকারিয়া; ফিকহুস সুন্নাহ: ১/১০৮ দারু ইহইয়াইত তুরাছ; কিতাবুল ফিকহি আলাল মাযাহিবিল আরবাআ: ১/২৮৮ দারুল কুতুবিল ইলমিয়া।